ফরিদপুরে আচরণবিধি লঙ্ঘন: আওয়ামী লীগ প্রার্থীকে শোকজ

স্টাফ রিপোর্টার, ফরিদপুর | ৪ ডিসেম্বর ২০২৩, ১০:২৫

ফরিদপুরে আচরণবিধি লঙ্ঘন: আওয়ামী লীগ প্রার্থীকে শোকজ
আচরণবিধি লঙ্ঘন করায় ফরিদপুর-৩ (সদর) আসনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী ও জেলা আওয়ামী লীগের সভাপতি শামীম হককে শোকজ (কারন দর্শানো) করেছে  নির্বাচনী অনুসন্ধান কমিটি। 
 
ফরিদপুর-৩ আসনের জন্য গঠিত নির্বাচনী অনুসন্ধান কমিটির চেয়ারম্যান যুগ্ম জেলা ও দায়রা জজ (তৃতীয় আদালত)  নুসরাত জাবীন নিন্মী  রবিবার এ শোকজ নোটিশ ইস্যু করেন। 
 
ওই নোটিশ অনুযায়ী, সোমবার (৪ ডিসেম্বর) বেলা ১১টায় শামীম হককে ব্যক্তিগত ভাবে কিংবা তাঁর একজন প্রতিনিধিকে উপস্থিত হয়ে লিখিত ব্যাখ্যা দাখিলের জন্য নির্দেশ দেওয়া হয়।
 
শামীম হককে দেওয়া ওই শোকজ নোটিশে বলা হয়, গত ২৮ নভেম্বর বুধবার সন্ধ্যায় ভাটি কানাইপুর গ্রামে উঠোন বৈঠকে বিপুল জনসমাগমে আপনার পক্ষে ভোট প্রদানের প্ররচারণায় আংশ নেন। এ ছাড়া আপনার পক্ষে গত ২ ডিসেম্বর ফরিদপুর পৌরসভার ৬ নম্বর ওয়ার্ড ডোমরাকান্দি গ্রামে রুখসানা আহমেদ (যুব মহিলা লীগের আহ্বায়ক), রুমানা হক (আপনার সহধর্মিনী) এবং অন্যান্য বক্তাগন দেড়শ থেকে দুইশ জন মানুষের উপস্থিতিতে আপনার পক্ষে ভোট প্রার্থনা করেন। একই দিন তারা ২৬ নম্বর ওয়ার্ডে সাদীপুর উঠোন বৈঠকে বিপুল জনসমাগম এবং দিন সন্ধ্যায় ক্ষিদির বিশ্বাসের ডাঙ্গী গ্রামে উঠোন বৈঠকে মা বোনদের মাঝে আপনার পক্ষে ভোট প্রদানের জন্য প্রচারণা চালান।
 
এ বিষয়গুলি এ কমিটির গোচিরিভুক্ত হয়েছে এবং উক্ত সংবাদের তথ্য অনুসন্ধান কমিটি সরেজমিনে তদন্তে পরিলক্ষিত হয় যে আপনি উক্তরূপ কায়ক্রমের মাধ্যমে সংসদীয় নির্বাচনে রাজনৈতিক দল ও প্রার্থীর বিধিমালা ২০০৮ এর বিধি ১২ এর বিধান লঙ্ঘন করেছেন।
উক্ত বিধান অনুযায়ী ভোট গ্রহণের জন্য নির্ধারিত তিন সপ্তাহ সময়ের আগে কোন প্রকার নির্বাচনী প্রচার শুরু করা যাবে না।
 
এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য কেন বিষয়টি নির্বাচন কমিশনের নিকট পাঠানো হবে না তৎমর্মে আগামী ৪ ডিসেম্বের সোমবার সকাল ১১টার মধ্যে এ কমিটি অস্থায়ী কাযালয়ে ব্যাক্তিগত ভাবে অথবা আপনার মনোনীত একজন প্রতিনিধির মাধ্যমে হাজির হয়ে লিখিত  ব্যাখ্যা দেওয়ার জন্য আপনাকে নির্দেশক্রমে অনুরোধ করা হলো।
 
ঘটনার সত্যতা নিশ্চিত করে ওই আদালতের পেশকার পল্লব চক্রবর্তী বলেন, আজ রবিবার সকাল সাড়ে ১০টার দিকে শহরের আলীপুর মহল্লার শেখ রাসেল স্কোয়ারে অবস্থিত জেলা আওয়ামী লীগ কার্যালয়ে শামীম হকের প্রতিনিধি আলী আজগর মানিক জারিকারকের মাধ্যমে শোকজের আদেশটি বুঝে নিয়েছেন।
 
শোকজ সম্পর্কে প্রতিক্রীয়া জানার জন্য রবিবার বিকেল চারটার দিকে তিন দফা জেলা আওয়ামী লীগের সভাপতি শামীম হকের কোন বক্তব্য জানা যায়নি। 
 
ফরিদপুর  জেলা আওয়ামী লীগের উপ প্রচার সম্পাদক আজগর আলী মানিকের  শোকজের সত্যতা নিশ্চিত করে বলেন, নির্দেশনা মেনে সোমবার বেলা ১১টার মধ্যে আমরা আমাদের বক্তব্য লিখিত ভাবে নির্বাচনী অনুসন্ধান কমিটিকে প্রদান করবো।
 
এ ছাড়া  শোকজ করা হয়েছে ফরিদপুর-২ (নগরকান্দা ও সালথা) আসনে স্বতন্ত্র প্রার্থী নগরকান্দা উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও জেলা আওয়ামী লীগের শিল্প ও বাণিজ্য বিষয়ক সম্পাদক জামাল হোসেন মিয়াকে।  সোমবার বেলা ১১টায় সশরীরে  এসে তার জবাব দেওয়ার কথা।
 
উল্লেখ্য  এর আগে একই অভিযোগে ফরিদপুর-৪ (ভাঙ্গা, সদরপুর, চরভদ্রাসন) স্বতন্ত্র সংসদ সদস্য এবং দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ওই আসনের স্বতন্ত্র প্রার্থী মজিবুর রহমান নিক্সন চৌধুরীকে শোকজ করেন নির্বাচনী অনুসন্ধান কমিটি। আদালতের নির্দেশ মেনে গত শুক্রবার বিকেলে নিক্সন চৌধুরী তাঁর লিখিত বক্তব্য প্রদান করেন। 
 
এর আগে শোকজ করা হয়েছে ফরিদপুর-১ আসনে আওয়ামী লীগের মনোনীত প্রার্থী আওয়ামী লীগের সভাপতিমন্ডলীর সদস্য আব্দুর রহমানকে। তিনি গত শনিবার প্রতিনিধির মাধ্যমে শোকজের জবাব দিয়েছেন।


আপনার মূল্যবান মতামত দিন:


  1. জামায়াত নেতা আজহারুলের মুক্তির দাবিতে শেরপুরে বিক্ষোভ সমাবেশ
    জামায়াত নেতা আজহারুলের মুক্তির দাবিতে শেরপুরে বিক্ষোভ সমাবেশ
  1. শেরপুরে হরতাল পালন ও রাস্তায় অগ্নিসংযোগ করেছে ছাত্রলীগ
    শেরপুরে হরতাল পালন ও রাস্তায় অগ্নিসংযোগ করেছে ছাত্রলীগ
  1. শেরপুরে বিএনপি নেতা মাসুদের বিরুদ্ধে প্রকাশিত মিথ্যা ও ভিত্তিহীন সংবাদের প্রতিবাদ
    শেরপুরে বিএনপি নেতা মাসুদের বিরুদ্ধে প্রকাশিত মিথ্যা ও ভিত্তিহীন সংবাদের প্রতিবাদ
  1. শেরপুরে সাংবাদিকদের ওপর হামলার প্রতিবাদে প্রেসক্লাবের স্মারকলিপি প্রদান
    শেরপুরে সাংবাদিকদের ওপর হামলার প্রতিবাদে প্রেসক্লাবের স্মারকলিপি প্রদান
  1. শেখ হাসিনার আসন্ন 'ভার্চুয়াল বৈঠক' ঘিরে আওয়ামী লীগে কী চলছে
    শেখ হাসিনার আসন্ন 'ভার্চুয়াল বৈঠক' ঘিরে আওয়ামী লীগে কী চলছে
  1. শেরপুরের নালিতাবাড়ীতে হত্যা মামলার আসামি ইউপি চেয়ারম্যানসহ গ্রেফতার ২
    শেরপুরের নালিতাবাড়ীতে হত্যা মামলার আসামি ইউপি চেয়ারম্যানসহ গ্রেফতার ২
  1. মার্চ ফর ইউনিটি : শহীদ মিনারে সমাবেশ শুরু
    মার্চ ফর ইউনিটি : শহীদ মিনারে সমাবেশ শুরু
  1. ইংরেজি নববর্ষের শুভেচ্ছা জানিয়েছেন বিএনপি নেতা মাসুদ
    ইংরেজি নববর্ষের শুভেচ্ছা জানিয়েছেন বিএনপি নেতা মাসুদ
  1. শেরপুরে বাণিজ্যিকভাবে শুরু হয়েছে কফি চাষ
    শেরপুরে বাণিজ্যিকভাবে শুরু হয়েছে কফি চাষ
  1. সাবেক মার্কিন প্রেসিডেন্ট জিমি কার্টার মারা গেছেন
    সাবেক মার্কিন প্রেসিডেন্ট জিমি কার্টার মারা গেছেন
জনপ্রিয় খবর