
ফরিদপুর জেলা আওয়ামী লীগের উদ্যোগ বিশেষ বর্ধিত সভা অনুষ্ঠিত হয়। এতে ফরিদপুর জেলা আওয়ামী লীগের সভাপতি ও ফরিদপুর ৩ আসনের আওয়ামীলীগ মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী শামীম হকের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন ফরিদপুর ১ আসনে আওয়ামী লীগ মনোনীত সংসদ সদস্য ও আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য আব্দুর রহমান।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফরিদপুর ২ আসনের আওয়ামী লীগ মনোনীত প্রার্থী ও বর্তমান সংসদ সদস্য শাহাদাত আকবর লাবু চৌধুরী।
আরো বক্তব্য রাখেন, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ইশতিয়াক আরিফ, জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক অমিতাভ বোস , যুগ্ম সম্পাদক মিসেস ঝর্ণা হাসান, বোয়ালমারী উপজেলা পরিষদের চেয়ারম্যান মোশাররফ হোসেন মুসা , সালথা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ফারুকুজ্জামান ফকির মিয়া, জাতীয় শ্রমিক লীগের সভাপতি গোলাম মো নাছির , যুবলীগের আহ্বায়ক জিয়াউল হাসান মিঠু, মহিলা আওয়ামী লীগের সভাপতি মাহমুদা বেগম, পৌর আওয়ামী লীগের যুগ্ম আহবায়ক নুরুল আমিন বাপ্পি, মৎস্যজীবী লীগের সাধারণ সম্পাদক মোহাম্মদ ফরিদ মিয়া, কৃষক লীগের সাধারণ সম্পাদক এডভোকেট প্রদীপ কুমার দাশ লক্ষণ, যুব মহিলা লীগের আহ্বায়ক রোকসানা আহমেদ মাহাবী, জেলা ছাত্রলীগের সভাপতি তানজিদুল রশিদ চৌধুরী রিয়ান।
এ সময় উপস্থিত ছিলেন জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি শ্যামল কুমার ব্যানার্জি, সহ-সভাপতি ও সাবেক সংসদ সদস্য সাইফূজ্জামান চৌধুরী জুয়েল, সহ-সভাপতি মাইন উদ্দিন আহমেদ মানু, সহ-সভাপতি কে এম সেলিম, জেলা আওয়ামী লীগের সদস্য সাইফুল আহাদ সেলিম প্রমুখ।
সভায় বক্তারা জানান, আগামী ৭ ই জানুয়ারি দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে। সে লক্ষ্যে আওয়ামীলীগ মনোনীত প্রার্থীদের জয় যুক্ত করার লক্ষ্যে সবাইকে ঐক্য হয়ে কাজ করতে হবে।
মাননীয় প্রধানমন্ত্রী গত ১৪ বছর দেশের মানুষের মঙ্গলের জন্য কাজ করেছেন। দেশের উন্নয়নে ধারা অব্যাহত রেখেছে । মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনাকে তাই আবারো বিজয়ী করে দেশের এই উন্নয়নে ধারা অব্যাহত রাখতে হবে।
বক্তারা আরো জানান, সবাই ঐক্যবদ্ধ থাকলে নির্বাচনে আবারও আওয়ামীলীগ জয়যুক্ত হবে এবং মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা আবারও দেশের প্রধানমন্ত্রী হবেন। তাই সকল ভেদাভেদ ভুলে সবাইকে একসাথে কাজ করার আহ্বান জানানো হয়।
অনুষ্ঠান শেষে সংবাদ সম্মেলনে সাংবাদিকদের বিভিন্ন স্থানের উত্তর দেন প্রধান অতিথি আব্দুর রহমান।
অনুষ্ঠানটি পরিচালনা করেন জেলা আওয়ামী লীগের প্রচার সম্পাদক নেওয়াজ জামান সজীব।
এই বিভাগের অন্যান্য খবর
জনপ্রিয় খবর
আপনার মূল্যবান মতামত দিন: